( সামিউন বিনতে সফি )
ওরে ও ভাই শোনো, শোনো যখন পড়ি বিজ্ঞান
মনে হয় কবে যেন হয়ে যাব অজ্ঞান।।
বিজ্ঞানেরই এই দুনিয়া, পড়তে যদি না চাই
বিজ্ঞান শিÿক বলেন, করে দেব ছাটাই।
নিউটনের সূত্রগুলো- মুখস্ত্ম করতে
জান বেরিয়ে যায়- তবু হয় পড়তে;
পড়ন্ত বস্তু নিয়ে গ্যালিলিওর চিন্তা
পড়তে পড়তে চলে যায় আমার সারা দিনটা।
পরমানু নিয়ে ভাবনা জন ডাল্টনের
আরও যত ভাবনা নিয়ে জন্ম রসায়নের।
শ্বাস নিতে অক্সিজনের হয় প্রয়োজন
আরও হয় বিভিন্ন ধাতুর নিষ্কাশন।
আছে কত পরীক্ষা আর- পর্যবেক্ষন
এসব নিয়ে মাথা ঘামাই পড়তে বসি যখন।
ভয় ভয় ভয় ভয় বিজ্ঞানেরই ভয়
বিজ্ঞান ছাড়া কি পড়াশুনা হয়?