(বিশ্ব বাবা দিবসে সব
 বাবাকে শ্রদ্ধা ও
 ভালোবাসা।)
—মানিক লাল ঘোষ—

 ছোট্টকালে কোলে নিয়ে
ছোট্টকালে কোলে নিয়ে
 বলতে কোথায় যাবা
 সেই স্মৃতি পড়ছে মনে
 কেমন আছো বাবা?
মা’র বকুনি-কান্না যখন
 চোখে আসতো জল
 বলতে তুমি আদর করে
 কোথায় যাবি চল?

মেলায় নিতে, পার্কে যেতে
 কিনে দিতে খেলনা
 জীবন যুদ্ধে ব্যস্ত তবু
 স্মৃতিগুলো নয় ফেলনা।
তোমার আদর তোমার স্নেহ
 হৃদয় জাগায় দোলা
 ছোট্টকালের স্মৃতিগুলো
 যায় কি কভু ভোলা?
 বাবা তুমি স্বপ্ন আমার
 আছো হৃদয় জুড়ে
 ভালো থেকো দোয়া করো
 থাকো যতই দূরে।
 
                                            