Skip to content
(মানিক লাল ঘোষ)
আসছে খোকন খবর শুনে
মায়ের মন খুব খুশী,
সেই খুশীতে নাচছে আজি
তুষি এবং পুষি।
বাড়ি জুড়ে ব্যস্ত সবাই
ব্যস্ত পাড়ার লোকজন,
আসছে খোকন-আসবে খোকন
কত্ত কিছুর আয়োজন।
কেউবা ভাজছে চিতই পিঠা
কেউবা ভাজছে খৈ,
ঝিক্-ঝিক-ঐ গাড়ীর শব্দ
আসছে খোকন ঐ।
আসছে খোকন বিজয় বেশে
খোকন সেরা বীর,
খোকনকে তাই দেখার জন্য
হাজার লোকের ভিড়।
আসছে খোকন খবরটি ঠিক
জীবন্ত নয় লাশ,
খোকন যে আজ খোকন নয়
ফুটন্ত পলাশ।
খোকন দিলো প্রাণ
রাখতে ভাষার মান,
এই খবরটি তখনো
পৌছেনি সব কান।
হঠাৎকরে খবর এলো
নেইরে খোকন নেই,
সবার চোখে বৃষ্টি এলো
খবর এলো যেই।
মায়ের তখন কান্না সেকি,
বুক ফাটা তার চিৎকার
আয়রে খোকন ফিরে আয়
মায়ের কোলে একবার।
বছর ঘুরে বছর আসে
আয়রে খোকন ফিরে,
দুঃখিনী মা স্বপ্ন দেখে
আজো তাকে ঘিরে।