Skip to content
:::::: মানিক লাল ঘোষের কবিতা :::
বাংলা আমার মায়ের ভাষা
প্রানের চেয়েও প্রিয়
এই ভাষাতেই বন্ধু তুমি
আমায় চিঠি দিও।
যেই ভাষার মান রাখতে
ঝরল কত প্রাণ
যেই ভাষাতে মিশে আছে
সেঁদো মাটির ঘ্রাণ।
রফিক-শফিক প্রাণ দিলো
যেই ভাষার জন্য
সেই ভাষাতেই চিঠি পড়ে
চাই যে হতে ধন্য।
যেই ভাষাতে বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ
শিক্ষা গুরু যেই ভাষাতে
করতো আমায় শাসন।
যেই ভাষাতে রবি ঠাকুরের
সৃষ্ট গীতাঞ্জলি
যেই ভাষার জন্য কতো
তরুণ হল বলী।
যেই ভাষাতে নজরুলের
বিদ্রোহী প্রতিবাদ
যেই ভাষাতে রাজপথে
জেগে উঠে সব হাত
যেই ভাষাতে জীবনানন্দের
রূপসী বাংলার মুখ হাসে
ভাটিয়ালী গানের সুরে
মাঝির মনে সুখ আসে।
আব্বাস উদ্দিন-হাছন রাজার
সুরের মূর্ছনায়
যেই ভাষাতে গান শুনলে
প্রান জুড়িয়ে যায়।
যেই ভাষাতে উচ্চারিত
প্রিয় শব্দ মা
এমন মধুর ভাষা বন্ধু
কোথাও পাবে না।
চিঠি দিও বন্ধু তুমি
মনের ভাষা দিয়ে
কোন অজানায় চাও হারাতে
আমায় সাথে নিয়ে।
ভবিষ্যতে কি হতে চাও
এবং পরিকল্পনা
বর্ণমালা দিয়ে তার
এঁকে দিও আল্পনা।
বন্ধু তুমি কেমন আছো
রক্ত ঝরা ফাগুনে?
তোমার প্রেমে অন্ধ আমি
পুড়ছে হৃদয় আগুনে!
চিঠি দিও বন্ধু তুমি
প্রিয় বাংলা ভাষায়
তোমার চিঠি কখন পাবো
রইলাম তার আশায়।