ccn7
সাগরতলের বিস্ময়কর মাছের প্রজাতির মধ্যে বৈদ্যুতিক মাছ অন্যতম। পৃথিবীজুড়ে ৬৯ প্রজাতির বৈদ্যুতিক মাছ আছে। বৈদ্যুতিক মাছ বিশেষভাবে গঠিত তার বৈদ্যুতিক অঙ্গ থেকে শক দেয়। এই অঙ্গ বেশির ভাগ বৈদ্যুতিক মাছের লেজে অবস্থিত। তবে কোনো কোনো প্রজাতিতে মাথায়ও দেখা যায়। এই অঙ্গবিশেষ স্নায়ুকোষ দিয়ে গঠিত ইলেকট্রিক লোবের মাধ্যমে নিয়ন্ত্রিত। এ অঙ্গ থেকে উৎপাদিত বৈদ্যুতিক শক্তিকে Electric Organ Discharge (EOD) বলা হয়। শত্র“কে বধ করতে ও নিজেকে রক্ষা করতে এরা এই ক্ষমতা প্রয়োগ করে। প্রজাতিভেদে এরা ৮ থেকে ২২০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এদের কোনো কোনো প্রজাতি বৈদ্যুতিক অঙ্গের শক দিয়ে একটি শক্তিশালী ঘোড়াকে পর্যন্ত কাবু করে ফেলতে পারে। আপাত চুপচাপ ও নিরীহ প্রকৃতির এই মাছ সাগরের লোনা পানিতে ও মোহনায় বসবাস করে। নিজেদের রক্ষার জন্য এদের নিঃসৃত বৈদ্যুতিক শক অন্য প্রাণীর জন্য বিপজ্জনক।

আরো কিছু পোস্টঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *