পত্রিকা হলো জ্ঞানের আঁধার। তেমনি শিশুদরে জ্ঞানের চর্চা বাড়ানোর জন্য শিশু কিশোরদের উপযোগী তাদের মানসিকতার আধলে রচিত পত্র-পত্রিকার প্রয়োজনীয়তা আবশ্যক। তবে আমাদের দেশে শিশু কিশোরদের নিয়ে রচিত পত্রিকার সংখ্যা হাতে গোনা।
বাংলাদেশের সকল শিশু কিশোরদের জন্য পত্রিকা প্রকাশ হলে শিশু কিশোরদের গতাগনুতিক জীবনধারা সম্পর্কে জ্ঞাত হবার সুযোগ পাবে। সুযোগ পায় জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার। তাই শিশু কিশোরদের জন্য পত্রিকার বিশেষ প্রয়েজনীয়তা রয়েছে। আমাদের দেশে শিশুদের জন্য কোন দৈনিক পত্রিকা নেই।
পত্রিকা ও সামিয়িকী পত্রের বিবরণ:
সবুজ পাতাঃ
 ধরণঃ মাসিক পত্রিকা
 প্রকাশ স্থানঃ ইসলামিক ফাউন্ডেশন
 প্রকাশকালঃ ১৯৬৪
টাপুর টুপুর
ধরণ – মাসিক পত্রিকা
 মূলনীতিঃ শিশুকিশোরদের সাহিত্য জ্ঞান বাড়ানো।
 প্রথম প্রকাশঃ ১৯৬৬ সালে
 প্রকাশ স্থানঃ শিশু সাহিত্য বিতান, চট্টগ্রাম
 বিশেষ বৈশিষ্ট্য ঃ তৎকালীন স্বনামধন্য লেখক সিকান্দার আবু জাফর, বেগম সুফিয়া কামাল প্রমুখের লেখনিতে “ টাপুর টুপুর” ধন্য হয়েছে। এখনপর্যন্ত এটিই সর্বশ্রেষ্ঠ শিশু পত্রিকা।
শেষ প্রকাশঃ
স্বাধীনতার কয়েক বছর পরÑএর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
ধান-শালিকের দেশ
 পত্রিকার ধরন ঃ প্রথমে মাসিক হিসাবে প্রকাশিত হলেও পরে ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হয়। বর্তমান অবধি এটি ত্রেমাসিক পত্রিকা হিসাবে পরিচিত।
 মূলনীতিঃ কিশোরদের মাঝে চেতনাবোধ জাগ্রত করা।
 প্রথম প্রকাশ-১৯৭২ সালের কিছু আগে।
 প্রকাশের বিষয়ঃ কবিতা, ছোটগল্প, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের প্রতিটি বিষয়সহ, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কাহিনী।
 বিশেষ বৈশিষ্ট্যঃ
কিশোরদের পাশাপাশি প্রবীণদের লেখাও প্রকাশিত হয়।
শিশুঃ
ধরনঃ মাসিক পত্রিকা
 প্রকাশ স্থানঃ শিশু একাডেমী
 প্রকাশিত বিষয়ঃ শিশুদের উপযোগী ছড়া, কবিতা, গল্প ও শিশুদের শিক্ষার বিভিন্ন দিক।
ফুলকুঁড়ি
পত্রিকার ধরণ= সচিত্র শিশু কিশোর মাসিক।
 মূলনীতি- ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর !!
 প্রথম প্রকাশ- ১৯৭৮, ৩১ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
 উদ্দেশ্য- অশিক্ষা, কুশিক্ষা অজ্ঞতা আর কুসংস্কারাচ্ছন্ন প্রতিবন্ধকতা থেকে মানুষ বের হয়ে মুক্তির সাধ গ্রহণ করুক তাই এই মাসিক শিশু পত্রিকার মূল উদ্দেশ্য।
 যা প্রকাশিত হয়-
গল্প কবিতা, উপখ্যান, বিভিন্ন ভেষজ উদ্ভিদ বিষয়ক তথ্যাবলী প্রতিবন্ধী প্রতিবন্ধকতা ও উত্তরণের রাস্তা।
কানামাছিঃ
 ধরণঃ মাসিক পত্রিকা
 প্রথম প্রকাশঃ ২০০৫ সাল।
 প্রকাশস্থানঃ প্রতিভা প্রকাশনা।
কথনঃ
 ধরণঃ মাসিক পত্রিকা
 প্রকাশস্থানঃ চট্টগ্রাম
 প্রকাশকালঃ ১৯৯২ সাল
কিশোর বেলাঃ
 ধরনঃ মাসিক পত্রিকা
 প্রকাশকালঃ ২০০৯ সালের ১ জানুযারী প্রথম সংখ্যা
 প্রকাশ স্থান ঃ নবাবপুর, ঢাকা।
কুটুম পাখিঃ
খুলনা থেকে প্রকাশিত শিশু ও কিশোরদের উদ্দেশ্যে ত্রৈমাসিক হিসেবে পত্রিকাটি প্রকাশিত হয়।
ছোটদের পত্রিকাঃ
২০০৭ সালের এপ্রিল এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং এটি মাসিক হিসেবে শিশু কিশোরদের জন্য কর্তব্য পালন করে চলছে।
. নতুন সূর্যঃ
২০০৯ এর এপ্রিলে এই শিশু কিশোরদের মাসিক পত্রিকাটি তার যাত্রা শুরু করে।
কিশোর আলো
প্রথম আলো গ্রুপের শিশু- কিশোর পত্রিকা
কিশোর কন্ঠ
কিশোর কন্ঠ প্রথম প্রকাশিত হয় ১৪ ই ফেব্রুয়ারী ১৯৮৪ সালে। ২০০৪ সালে কিশোর কন্ঠ মাসিক মেগাজিন হিসাবে