বাংলাদেশের শিশু কিশোরদের পত্রিকা

pot

পত্রিকা হলো জ্ঞানের আঁধার। তেমনি শিশুদরে জ্ঞানের চর্চা বাড়ানোর জন্য শিশু কিশোরদের উপযোগী তাদের মানসিকতার আধলে রচিত পত্র-পত্রিকার প্রয়োজনীয়তা আবশ্যক। তবে আমাদের দেশে শিশু কিশোরদের নিয়ে রচিত পত্রিকার সংখ্যা হাতে গোনা।

বাংলাদেশের সকল শিশু কিশোরদের জন্য পত্রিকা প্রকাশ হলে শিশু কিশোরদের গতাগনুতিক জীবনধারা সম্পর্কে জ্ঞাত হবার সুযোগ পাবে। সুযোগ পায় জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার। তাই শিশু কিশোরদের জন্য পত্রিকার বিশেষ প্রয়েজনীয়তা রয়েছে। আমাদের দেশে শিশুদের জন্য কোন দৈনিক পত্রিকা নেই।

পত্রিকা ও সামিয়িকী পত্রের বিবরণ:

tapur

সবুজ পাতাঃ

 ধরণঃ মাসিক পত্রিকা

 প্রকাশ স্থানঃ ইসলামিক ফাউন্ডেশন

 প্রকাশকালঃ ১৯৬৪

টাপুর টুপুর

ধরণ –  মাসিক পত্রিকা

 মূলনীতিঃ শিশুকিশোরদের সাহিত্য জ্ঞান বাড়ানো।

 প্রথম প্রকাশঃ ১৯৬৬ সালে

 প্রকাশ স্থানঃ শিশু সাহিত্য বিতান, চট্টগ্রাম

 বিশেষ বৈশিষ্ট্য ঃ তৎকালীন স্বনামধন্য লেখক সিকান্দার আবু জাফর, বেগম সুফিয়া কামাল প্রমুখের লেখনিতে “ টাপুর টুপুর” ধন্য হয়েছে। এখনপর্যন্ত এটিই সর্বশ্রেষ্ঠ শিশু পত্রিকা।

শেষ প্রকাশঃ

স্বাধীনতার কয়েক বছর পরÑএর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

ধান-শালিকের দেশ

dhan

 পত্রিকার ধরন ঃ প্রথমে মাসিক হিসাবে প্রকাশিত হলেও পরে ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হয়। বর্তমান অবধি এটি ত্রেমাসিক পত্রিকা হিসাবে পরিচিত।

 মূলনীতিঃ কিশোরদের মাঝে চেতনাবোধ জাগ্রত করা।

 প্রথম প্রকাশ-১৯৭২ সালের কিছু আগে।

 প্রকাশের বিষয়ঃ কবিতা, ছোটগল্প, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের প্রতিটি বিষয়সহ, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কাহিনী।

 বিশেষ বৈশিষ্ট্যঃ

sisuকিশোরদের পাশাপাশি প্রবীণদের লেখাও প্রকাশিত হয়।

শিশুঃ

ধরনঃ মাসিক পত্রিকা

 প্রকাশ স্থানঃ শিশু একাডেমী

 প্রকাশিত বিষয়ঃ শিশুদের উপযোগী ছড়া, কবিতা, গল্প ও শিশুদের শিক্ষার বিভিন্ন দিক।

ফুলকুঁড়ি

fu

পত্রিকার ধরণ= সচিত্র শিশু কিশোর মাসিক।

 মূলনীতি- ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর !!

 প্রথম প্রকাশ- ১৯৭৮, ৩১ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

 যোগাযোগের ঠিকানা- ফুলকুঁড়ি, ১৪৪/২, সিদ্ধেশরী সার্কুলার রোড (নিচতলা), মৌচাক, ঢাকা-১২১৭।

 প্রকাশনার বিষয়সমূহঃ

কবিতা, গল্প, সায়েন্স ফিকশন, খেলার পাতা, স্মরণীয় বরণীয়, রহস্য উপন্যাস, নিজকে গড়ো, এসো পড়ি, স্বাস্থ্য কথা, কার্টুন।

টইটুম্বুরtay

পত্রিকার ধরণ- শিশু কিশোর পত্রিকা (মাসিক)

 প্রথম প্রকাশ কাল- ১৯৯২ সাল

 মূল্য-২০ টাকা

 যোগাযোগের ঠিকানা-

স্কয়ার পার্ক

জি-২, (৩য় তলা)

৭৬ শান্তিনগর, ঢাকা-১২১৭

ফ্যাক্স-৮৮০-২-৮৩১৯২০

জিপিও বক্স: ২৮৭৫

ঢাকা-১০০০

 প্রকাশনার বিষয়সমূহ- ছড়া, কবিতা, গল্প, ছবি, কার্টুন, স্মৃতির পাতা থেকে, প্রতিযোগিতা ইত্যাদি।

শাপলা দোয়েল:

 মূলনীতি: “শিশুদের পরিবেশ সচেতন করে তোলা”

 ধরণ: “শাপলা দোয়েল” শিশুদের জন্য রচিত একটি মাসিক পত্রিকা।

এটি ঋতুভিত্তিক মাসিক পত্রিকা।

 প্রকাশ: সেপ্টেম্বর ২০০৯।

 ঠিকানা: শাপলা দোয়েল ফাউন্ডেশান ৪১২ সি, খিলগাও, চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।

 উদ্দেশ্য: ছয় ঋতুর এক আকর্ষনীয় সমাহার রয়েছে আমাদের দেশে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। ছয় ঋতুকে কেন্দ্র করে মূলত শিশুদের জন্য এই পত্রিকার প্রকাশ।

 প্রকাশের বিষয়: বিখ্যাত কবির কবিতাসম্পন্ন, পাঠকদের পাঠানো কবিতা, ঋতু ভিত্তিক লেখা, বিজ্ঞানভিত্তিক লেখা, পরিবেশভিত্তিক, ঐতিহ্যনির্ভর, ভ্রমণকাহিনী ভিত্তিক লেখা ও বিজ্ঞাপনসমূহ।

নবরুন

 ধরনঃ সচিত্র কিশোর মাসিক পত্রিকা

 ইংরেজি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয়।

 ঠিকানা- ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।

 প্রকাশের বিষয়Ñ ছোটদের ছড়া, কার্টুন ফিচার, ছোটদের গল্প, ছোটদের আঁকা, কিশোর উপন্যাস, গল্প, ফিচার, নিয়ম ফিচার ও বিজ্ঞাপন।

প্রতিবন্ধী

 পত্রিকার ধরণ- মাসিক

 মূলনীতি – অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত।

 প্রথম প্রকাশ – ১৫মে, ২০০৯

 যোগাযোগের ঠিকানা- শাখা অফিস

বাড়ি নং-২১, রাস্তা নং-১১

পি.সি কালচার সোসাইটি

আদাবর, মোহাম্মদপুর

ঢাকা-১২০৭

 উদ্দেশ্য- অশিক্ষা, কুশিক্ষা অজ্ঞতা আর কুসংস্কারাচ্ছন্ন প্রতিবন্ধকতা থেকে মানুষ বের হয়ে মুক্তির সাধ গ্রহণ করুক তাই এই মাসিক শিশু পত্রিকার মূল উদ্দেশ্য।

 যা প্রকাশিত হয়-

গল্প কবিতা, উপখ্যান, বিভিন্ন ভেষজ উদ্ভিদ বিষয়ক তথ্যাবলী প্রতিবন্ধী প্রতিবন্ধকতা ও উত্তরণের রাস্তা।

কানামাছিঃ

 ধরণঃ মাসিক পত্রিকা

 প্রথম প্রকাশঃ ২০০৫ সাল।

 প্রকাশস্থানঃ প্রতিভা প্রকাশনা।

কথনঃ

 ধরণঃ মাসিক পত্রিকা

 প্রকাশস্থানঃ চট্টগ্রাম

 প্রকাশকালঃ ১৯৯২ সাল

কিশোর বেলাঃ

 ধরনঃ মাসিক পত্রিকা

 প্রকাশকালঃ ২০০৯ সালের ১ জানুযারী প্রথম সংখ্যা

 প্রকাশ স্থান ঃ নবাবপুর, ঢাকা।

কুটুম পাখিঃ

খুলনা থেকে প্রকাশিত শিশু ও কিশোরদের উদ্দেশ্যে ত্রৈমাসিক হিসেবে পত্রিকাটি প্রকাশিত হয়।

ছোটদের পত্রিকাঃ

২০০৭ সালের এপ্রিল এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং এটি মাসিক হিসেবে শিশু কিশোরদের জন্য কর্তব্য পালন করে চলছে।

. নতুন সূর্যঃ

২০০৯ এর এপ্রিলে এই শিশু কিশোরদের মাসিক পত্রিকাটি তার যাত্রা শুরু করে।

কিশোর আলো

প্রথম আলো গ্রুপের  শিশু- কিশোর পত্রিকা

কিশোর আলো

 

 

 

 

 

 

 

কিশোর কন্ঠ

 

 

কিশোর কন্ঠ

কিশোর কন্ঠ প্রথম প্রকাশিত হয় ১৪ ই ফেব্রুয়ারী ১৯৮৪ সালে। ২০০৪ সালে কিশোর কন্ঠ মাসিক মেগাজিন হিসাবে

রেজিস্ট্রেশন লাভ করে

সম্পাদক

মোশারফ হোসেন খান

প্রকাশক

কিশোর কন্ঠ ফাউন্ডেশন

ভাষা

Bengali

ওয়েবসাইট

www.kishorkanthabd.com

 

আরো কিছু পোস্টঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *