প্রাণী জগতে বিস্ময়ের শেষ নেই। পানির নিচে যে কত বিস্ময় অপেক্ষা করে আছে সেটা তো হিসেবেরই বাইরের। পানির নিচে এমন সব মাছ রয়েছে যারা জীবন পার করে ময়লা পরিষ্কার করে! এসব মাছদের বাংলায় নাপিত মাছ বলে ডাকা হয়। ccn

এদের কারণেই অন্যসব মাছেরা পরিষ্কার থাকতে পারে। সাগর তলায় থাকা হাজারও রকমের জীবাণু এবং পোকাদের রাজ্যে এসব নাপিত মাছদের কতা আলাদাভাবেই বলতে হয়। বড় বড় মাছেরা যখন শরীরের ময়লা এবং জীবাণু পরিষ্কার করতে চায় তখন তারা দ্বারস্থ হয় নাপিত মাছের। কি করে তারা বুঝতে পারে কোন মাছটি নাপিত মাছ? বোঝার উপায় হল নাপিত মাছের বিজ্ঞাপন! নাপিত মাছগুলোর শরীর সাধারনত বেশ রঙ্গিন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের শরীরের মাঝ বরাবর একটা নীল/কালো রেখা চলে গেছে। এছাড়াও তারা খদ্দেরকে আকর্ষণ করার জন্য পানিতে নাচানাচি করতে থাকে। এই বৈশষ্ট্যিগুলো দেখে বড় মাছগুলো জড়ো হয় নাপিত মাছের কাছে। বেশ ছোট আকৃতির নাপিত মাছগুলো বড় মাছের শরীরের আনাচে-কানাচে যত ময়লা আছে সবই খেয়ে পরিষ্কার করতে পারে। এভাবে পরিষ্কার করতে গিয়ে নাপিত মাছেদের্ও খাবারের ব্যাবস্থা হয়ে যায়। তবে এখানেও বিপত্তি আছে। অনেক বড় বড় মাছ খদ্দের হবার ভান করে। তারপর সুযোগ বুঝে নাপিত মাছটিকে খেয়ে ফেলে! নাপিত মাছদের মূলত সমুদ্রে দেখা যায় বেশি।

আরো কিছু পোস্টঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *