শিশুদের ঈদ আনন্দে ঈদকার্ড

(মুবিনা মুসা মীম )

ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি । ঈদের আনন্দে সমানতালে বড়দের পাশাপাশি
ছোটদেরও রয়েছে এক অনন্য পদচারনা । প্রিয় বন্ধুটিকে ঈদের মধুর শুভেচ্ছার
মাধ্যমে আনন্দে শামিল হওয়ার আহবানের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে ঈদ
কার্ড । রাজধানীর ঈদকার্ডের দোকানগুলো ঘুরে দেখে বারবার সেই কথাই মনে পড়ে
। ছোট-বড় সব দোকানেই ঈদের ছোয়া লেগেছে ঈদ কার্ডের মাধ্যমে । মোবাইলে
ম্যাসেজ বা ই-মেইল কিংবা ফেসবুকে শুভেচ্ছা জানানো বেশ সহজসাধ্য হলেও ঈদ
কার্ড এক অন্য রকম মাত্রা এনে দেয় ঈদ আনন্দে । প্রিয়জনদের ঈদকার্ডের
মাধ্যমে শুচেচ্ছা জানাতে ধনী-মধ্যবিত্ত পরিবারের শিশুদের ব্যাস্ত দেখা
গেলেও বিভিন্ন পথশিশু বা গরীব পরিবারের ছোট্ব সদস্যদের আর সে সুযোগ কই?

তারা বরং এসবের ক্রেতা না হয়ে নিজেরাই সনঞ্চায়ক বিক্রেতা হিসেবে স্থান
নিয়েছে । উঁচু আইল্যান্ড বা ফুটপাতের এরকম অনেক পথশিশুরই কার্ডের পসরা
সাজিয়ে বসতে দেখা যাচ্ছে । তারা হয়ত এতেই পাচ্ছে ঈদ আনন্দের স্বাদ ।
রাজধানীর বড় বড় কিছু ঈদ কার্ড বা অন্যান্য কার্ড বিক্রয়কারী
প্রতিষ্ঠান-যেমন আজাদ প্রোডাক্টস,আইডিয়াল প্রোডাক্টস ইত্যাদি ঈদকার্ডের
দোকানগুলোতে দেখা গেছে নতুন মাত্রার ঈদকার্ডের সমাহার । তবে বড় বড় এসব
দোকান গুলোর তুলনায় রাস্তার ছোট দোকানেই শিশুদের আনাগোনা বেশি । ঈদকার্ড
সর্বনিম্ন দশ টাকা থেকে অনুর্ধ ২৫০ টাকা এর কার্ডের সংখ্যাই বেশি ।
এছারাও আরো দামী কার্ড রয়েছে কার্ড প্রতিষ্ঠান গুলোতে ।

ঈদ আনন্দের ভূমিকাই যেন শুরু হয় ঈদ কার্ডের আদান প্রদানের মাধ্যমে ।  ঈদ
কার্ড নামক এই অন্যতম ঈদ উপকরণটি যেন অন্যতম প্রধান উপকরণ হিসেবেই টিকে
থাকে শিশুদের এক  ঈদ রীতি হিসেবে সে প্রত্যাশা সবার ।

আরো কিছু পোস্টঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *